SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ০৫-১২-২০১৮ ১২:২৯:৪২

বিয়ের জন্য ২০০ বিমান ভাড়া!

plane

ভারতের সবেচেয়ে ধনী পরিবারের মেয়ে বলে কথা। মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে। গত ১২ ডিসেম্বর বিয়ে হয়েছে ঈশার। ওই বিয়েতে ভাড়া করা হয় ২০০ বিমান।

ভারতের আরেক ধনকুবের আনন্দ পিরামলের সাথে বিয়ে হয় এই ধনীর দুলালীর। মেয়ের বিয়েতে কোনো কিছুই কমতি রাখেনি মুকেশ। রাজস্থানের উদয়পুরে ৮ ও ৯ ডিসেম্বর বিয়ের উৎসব হয়। তাই গোটা রাজস্থানজুড়েই নানা সাজে সাজানো হয়।

বিয়ে উপলক্ষে উদয়পুর বিমানবন্দরে ছিল ২০০ বিমান। ঈশার বিয়ের অতিথিদের যাতায়াতের জন্য এ ব্যবস্থা করেন বাবা মুকেশ। উদয়পুর বিমানবন্দরে দিনে ১৯টি বিমান চলাচল করে। কিন্তু আম্বানির এই আয়োজনে ফ্লাইট ওঠা-নামা করে প্রায় ১০ গুণ। 

শুধু বিমান নয়, শহরের সব ফাইভ স্টার হোটেল বুকিং দিয়েছিলেন আম্বানি। দেশি-বিদেশি অতিথিরা ছিলেন সেখানে। বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য জাগুয়ার, মার্সিডিস, পোর্শে, অডি, বিএমডব্লিউ গাড়ির ছড়াছড়ি ছিল।