SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ২০:০৮:২০

জাতীয় সংসদে বিদ্যুৎ বিভ্রাট, অধিবেশন মুলতবি

index

জাতীয় সংসদের ২২তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অধিবেশন শুরুর একঘণ্টার মাথায় মুলতবি করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংদস মুলতবি করা হয়।

 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অধিবেশনের কার্যক্রম শুরুর পর সোয়া ৬টার দিকে তা মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী। এ সময় জাতীয় সংসদে বিদ্যুৎ সংযোগ ছিল না এবং ইন্টারনেট সংযোগও কাজ করছিল না। একই সঙ্গে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমেও গোলোযোগ দেখা যায়।

সংসদ সদস্যরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন মুলতবি করার ঘটনা এই প্রথম।

কয়েকজন সংসদ সদস্য জানান, আজ বিকেলে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে থেকেই সংসদে বিদ্যুৎ সংযোগ চলে যায়। পরে সংসদের নিজস্ব জেনারেটরের সংযোগ দিয়ে শুরু করা হয় অধিবেশন। তবে এ সময় সংসদের অধিবেশন কক্ষে আলোক-স্বল্পতা দেখা দেয় এবং সাউন্ড সিস্টেমও সঠিকভাবে কাজ করতেছিল না। ফলে অধিবেশন চালানোর মতো পরিস্থিতি ছিল না অধিবেশন কক্ষে।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।

গত রোববার (৯ সেপ্টেম্বর) শুরু হয় দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন। ওই দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন।