SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১০-০৯-২০১৮ ২০:৪৪:৩১

মেয়ের মৃত্যুর খবর টিভিতে নিজেই পড়লেন মা! (ভিডিও)

emily

সন্তান প্রত্যেকটা মায়ের জন্যই একগুচ্ছ ভালবাসা। মায়ের নাড়ী ছেঁড়া ধন হচ্ছে সন্তান, আর সে সন্তানের মৃত্যুর খবর যখন টিভিতে মায়ের পরতে হয়, তখন সেই মায়ের কি অবস্থা হয়, সেটা হয় এক সেই মা-ই জানেন। এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সাউথ ডাকোটার ৫২ বছর বয়সী অ্যাঞ্জেলা কেন্নেক। মেয়ে ২১ বছরের এমিলি। ২১ বছরের এই তরুণী ছিল মাদকাসক্ত। অতিরিক্ত মাদকাসক্তের কারণে মৃত্যু হয় এমিলির। 

মেয়ের এই মৃত্যুর খবরই টিভিতে পড়তে হল মা অ্যাঞ্জেলার। টিভি চ্যানেলে সেই সংবাদ প্রচার করেন। সচেতনতার উদ্দেশ্যে তিনি নিজের মেয়ের মৃত্যুর খবর তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে মহামারিতে পরিণত হয়েছে মাদকসেবনজনিত মৃত্যু, আর সেই সূত্র ধরেই নিজের জীবনের চরম ট্র্যাজেডিকে জনসমক্ষে খুলে বলার দায় অনুভব করেন অ্যাঞ্জেলা।

এমিলি মারা গিয়েছে গত ১৬ মে। তারপর থেকে একজন সন্তানহারা মা হিসেবে অ্যাঞ্জেলা ভাবতে থাকেন, কীভাবে তুলে ধরা যায় এই সংকটকে।

তার ব্যক্তিগত সংকট আর ব্যক্তিগত নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অসংখ্য মা এই যন্ত্রণাকে সহ্য করছেন। যদি একটি সন্তানকেও বাঁচানো যায়, তাহলে তার এই প্রয়াস সার্থক হবে ভেবে টেলিভিশনের বিশেষ প্রোগ্রামে তিনি সংবাদটি উপস্থাপন করেন।