SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১০-০৯-২০১৮ ২০:০৩:৩১

ইলিশের জীবন রহস্য উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা

mym-ilish-somoy

ইলিশের জিনোম সিকোয়েন্স বা পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক দলের প্রধান অধ্যাপক ড. শামসুল আলম।

এর মাধ্যমে জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি, অভয়াশ্রম ও স্টক নির্ণয়ে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, 'এই ইলিশের জিনোম সিকোয়েন্স বা পূর্ণাঙ্গ জীবন রহস্যের কারণে জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি হবে। এই জীবন রহস্য সঠিক প্রয়োগ করে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ তৈরি করে দেবেন।'