SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১০-০৯-২০১৮ ১৭:৪৭:৩৪

'খালেদা জিয়া ১০ বছর ধরে ভিন্ন আদালতে হাজিরা দিয়ে গেছেন'

kush-inu

মাঠ গরম করতেই বেগম জিয়ার অসুস্থতা ও আদালত নিয়ে বিএনপি অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ায় সার্কিট হাউজে জেলা জাসদ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, 'খালেদা জিয়ার দুর্নীতির বিচারও আলাদাস্থানে, ভিন্ন জায়গায়। বিজিবি হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ এমন অনেক বিচার আছে, যা প্রচলিত আদালতের বাইরে অন্য জায়গায় আদালত বসানো হয়েছে, সেসব জায়গায় অনেককেই বিচার করে খালাসও দেয়া হয়েছিল। 

তিনি আরো বলেন, 'খালেদা জিয়াও ১০ বছর ধরে ভিন্ন জায়গায়, ভিন্ন আদালতে হাজিরা দিয়েছেন। সুতরাং আদালত নিয়ে যে বিতর্ক চলছে তা অহেতুক। কার্যত বিএনপি নেতারা খেই হারিয়ে তারা খালেদা জিয়ার দণ্ড, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মাঠ গরম করার জন্য অপরাজনীতি চালাচ্ছেন।'