SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৫-০৮-২০১৮ ১৭:৪০:৫৫

সুইজারল্যান্ডে বিশ্বের অন্যতম জমকালো আতশবাজি উৎসব

swiss-fire

সুইজারল্যান্ডের জেনেভায় হয়ে গেল বিশ্বের অন্যতম জমকালো আতশবাজি উৎসব। প্রতিবছর গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে আয়োজন করা হয়ে থাকে এ আলোক প্রদর্শনীর। চল্লিশ মিনিটব্যাপী চোখ ধাঁধানো এ উৎসব উপভোগ করেন চার লাখেরও বেশি দর্শনার্থী।

আতশবাজির আলোয় বর্ণিল জেনেভার রাতের আকাশ। আতশবাজির আলো, সেই সাথে সুর সঙ্গীতের অদ্ভুত মিশেল, মুগ্ধ করে সুইজারল্যান্ডবাসীকে।

একজন বলেন, 'আকাশজুড়ে আলোর এমন খেলা দেখতে জেনেভা লেকের পাড়ে ভিড় করেন অন্তত চার লাখ মানুষ। উপভোগ করেন পুরো অনুষ্ঠান।'

আরেকজন বলেন, 'খুবই চমৎকার পরিবেশনা। আতশবাজির এমন এমন প্রদর্শনী দেখে আমার লুজান থেকে আসাটা সার্থক মনে হচ্ছে।'

জেনেভার এই বিশেষ উৎসব দেখতে আমি প্রায়ই এখানে আসি। সত্যিই অসাধারণ। এই আতশবাজি প্রদর্শনীর কোন তুলনা নেই।

প্রায় চল্লিশ মিনিট ধরে আকাশ জুড়ে চলে আলোর এই মহাযজ্ঞ। জেনেভা ট্যুরিজম ফাউন্ডেশন এবং বেসরকারি দাতাদের সহায়তায় আয়োজন করা হয় এ উৎসবের। এই পুরো প্রক্রিয়ায় খরচ হয় প্রায় সাড়ে সাত লাখ ইউরো।

প্রতি বছর গ্রীষ্মে দশদিনব্যাপী বিভিন্ন উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জেনেভাবাসী। নাচ, গান, কনসার্ট, স্ট্রিট পারফর্মেন্স ছাড়াও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে কর্তৃপক্ষ।