বাংলাদেশের নারী ফুটবল অনেক এগিয়েছে। ফাইনালে মেয়েরা হারলেও তাদের খেলা সবার হৃদয় ছুঁয়ে গেছে বলেও জানান ভুটানের মন্ত্রী পরিষদ সচিব দাসু কেসাং ওয়াংদী। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ওরা একদিন বিশ্বকাপ খেলবে বলেও জানান তিনি। এদিকে, ফাইনালে হারের ব্যর্থতা ভুলে আগামী মাসে ভুটানে অনূর্ধ্ব ১৮ সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভালো করতে চায় মেয়েরা।
দাসু কেসাং ওয়াংদী বলেন, বাংলাদেশের নারী ফুটবল দলের খেলা আমাদের খুব ভালো লেগেছে। আমাদের হৃদয় ছুঁয়ে গেছে ওদের খেলায়। ওদের কাছে ভূটানের নারী ফুটবল দলের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্ক স্বাধীনতার পর থেকেই খুব ভালো। আমাদের দুই দেশের মধ্যে সৌহার্দ্য আরো বাড়বে বলে আমার বিশ্বাস।
এদিকে ফাইনালে হারার পর পুরোটা রাত দুই চোখ এক করতে পারেননি তহুরা মারিয়ারা। ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন তহুরা। এজন্য নিজেকে কোনভাবেই ক্ষমা করতে পারছেন না।
অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, নেক্সট আমরা যখন খেলবো তখন যেন জিততে পারি। তহুরা বলেন, আমি নিজেই আমার ভুলটা মেনে নিতে পারি নাই অন্যেরা কীভাবে মানবে।
পরে অনুষ্ঠানে কিশোরী ফুটবলারদের সবাইকে ভূটানের শুভেচ্ছা স্মারক উপহার দেয়া হয়।