হজ যাত্রার পনেরোতম দিনে ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন হাজিরা। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
আজ শনিবার (২৮ জুলাই) বাংলাদেশ বিমানের ৫ টি এবং সৌদি এয়ারলাইন্সের ৫টিসহ মোট ১০ টি ফ্লাইট যাত্রা করবে সৌদি আরবের দিকে।
এদিকে, গতকাল তিনটি ফ্লাইট বাতিল হলেও আজ যথাসময়ে সবগুলো ফ্লাইট ছেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন যাত্রীরা। সংকট নিরসনে রোববারের মধ্যে ১৫ শতাংশ যাত্রী বদলির দাবির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ধর্মমন্ত্রণালয়।