SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ০৯-০৭-২০১৮ ১৪:২৯:১৯

বাগদান সারলেন হেইলি-জাস্টিন বিবার

justin-hailey

অনেক মেয়ের সঙ্গেই প্রেমে জড়িয়েছে জাস্টিন বিবারের নাম। কিন্তু আবার প্রাক্তন প্রেমিকা হেইলির কাছে ফিরে গিয়েছেন ‘বেবি’খ্যাত এই তারকা। এবার আর প্রেম নয় সরাসরি বাগদানই সেরে ফেললেন তারা। শনিবার জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার ও মডেল হেইলি ব্লাডউইনের বাগদান সম্পন্ন হয়েছে। বাহামাসের একটি রিসোর্টে তাদের বাগদান হয়েছে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বাগদানের বিষয়টি জাস্টিন বিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি এখনো তবে জাস্টিনের বাবা তবে জাস্টিনের বাবা জেরেমি বিবার ইনস্টাগ্রামে ছেলের একটি স্থিরচিত্র শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলের শেয়ার করা ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমার জীবনের পরবর্তী অধ্যায় অনেক সুন্দর হোক।'

জাস্টিন বিবার শিগগিরই আনুষ্ঠানিক ভাবে জানাবেন তাদের বিয়ের আনুষ্ঠানিকতার তারিখ। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।