SomoyNews.TV

ফুটবল বিশ্বকাপ

আপডেট- ১৩-০৬-২০১৮ ১৭:৪৫:১৩

এক নজরে সুইজারল্যান্ড দলের খুটিনাটি

switz

এক নজরে দেখে নেয়া যাক সুইজারল্যান্ড দলের খুটিনাটি-
এক নজরে:
দেশ: সুইজারল্যান্ড।
ফিফা র‍্যাংকিং: ৬।
বিশ্বকাপের গ্রুপ: 'ই'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ১০ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১৯ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪।
সবশেষ বিশ্বকাপ: ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল- ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪।
ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ২১, পয়েন্ট: ৩৯।
কোচ: ভ্লাদিমির পেতকোভিস (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা)।
অধিনায়ক: স্টিফেন লিস্টেইনার।
তারকা ফুটবলার: গ্রানিট ছাকা- ২০১৭ সালে সুইজারল্যান্ডের বর্ষসেরা ফুটবলার। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছিলনেন এ আর্সেনাল তারকা।

চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক:
রোমান বুরকি (বয়স- ২৭, জার্সি নম্বর- ২১)
ইয়োভন এমভোগো (বয়স- ২৪, জার্সি নম্বর- ১২)
ইয়ান সোমের (বয়স- ২৯, জার্সি নম্বর- ০১)

ডিফেন্ডার:
ম্যানয়েল আকাঞ্জি (বয়স- ২২, জার্সি নম্বর- ০৫)
ইয়োহান ডিজুরু (বয়স- ৩১, জার্সি নম্বর- ২০)
নিসো এলভেদি (বয়স- ০৪, জার্সি নম্বর- ২১)
মিকায়েল ল্যাঙ (বয়স- ২৭, জার্সি নম্বর- ০৬)
স্টিফেন লিচস্টেইনার (বয়স- ৩৪, জার্সি নম্বর- ০২)
ফ্রাঙ্কোইজ মোবান্ডজে (বয়স- ২৭, জার্সি নম্বর- ০৩)
রিকার্ডো রদ্রিগেজ (বয়স- ২৫, জার্সি নম্বর- ১৩)
ফ্যাবিয়ান স্কার (বয়স- ২৬, জার্সি নম্বর- ২২)

মিডফিল্ডার:
ভ্যালন বেহরামি (বয়স- ৩৩, জার্সি নম্বর- ১১)
ব্লেরিম ডিজেমাইলি (বয়স- ৩২, জার্সি নম্বর- ১৫)
জেলসন ফার্নান্দেজ (বয়স- ৩১, জার্সি নম্বর- ১৬)
রেমো ফ্রুয়েলার (বয়স- ২৬, জার্সি নম্বর- ০৮)
গ্রানিত জাকা (বয়স- ২৫, জার্সি নম্বর- ১০)
ডেনিস জাকারিয়া (বয়স- ২১, জার্সি নম্বর- ১৭)
স্টিভেন জুবের (বয়স- ২৬, জার্সি নম্বর- ১৪)
জাদরান শাকিরি (বয়স- ২৬, জার্সি নম্বর- ২৩)

স্ট্রাইকার:
জোসিপ দ্রিমিক (বয়স- ২৫, জার্সি নম্বর- ১৯)
ব্রিল এমবোলো (বয়স- ২১, জার্সি নম্বর- ০৭)
মারিও গাভ্রানোভিক (বয়স- ২৮, জার্সি নম্বর- ১৮)
হ্যারিস সেফেরোভিক (বয়স- ২৬, জার্সি নম্বর- ০৯)

সময়সূচি
দিন ম্যাচ সময় ভেন্যু
১৭ জুন ব্রাজিল - সুইজারল্যান্ড রাত ১২টা রোস্তভ এরেনা
২২ জুন সার্বিয়া - সুইজারল্যান্ড রাত ১২টা কালিনিনগ্রাদ স্টেডিয়াম
২৭ জুন সুইজারল্যান্ড - কোস্টারিকা রাত নিঝনি নভগোরদ স্টেডিয়াম

 

যেমন ছিলো বিশ্বকাপের বাছাইপর্ব:
সুইজারল্যান্ড ২-০ পর্তুগাল
সুইজারল্যান্ড ৫-২ হাঙ্গেরী
সুইজারল্যান্ড ২-০ ফারো আইল্যান্ড
সুইজারল্যান্ড ১-০ লাটভিয়া
সুইজারল্যান্ড ৩-০ অ্যান্ডোরা
পর্তুগাল ২-০ সুইজারল্যান্ড
হাঙ্গেরী ২-৩ সুইজারল্যান্ড
ফারো আইল্যান্ড ০-২ সুইজারল্যান্ড
লাটভিয়া ০-৩ সুইজারল্যান্ড
অ্যান্ডোরা ১-২ সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড ০-১ উত্তর আয়ারল্যান্ড (প্লে-অফ)