SomoyNews.TV

ধর্ম

আপডেট- ১৩-০৬-২০১৮ ০৮:১৮:৫৯

রাতভর ইবাদত-বন্দেগিতে শেষ হল পবিত্র রাত

qadar

রাতভর ইবাদত-বন্দেগিতে ফজিলতের রজনী পবিত্র শবে কদর পালন করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপ মোচন ও আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় জিকির আসগার ও দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন তারা। মুসলিম উম্মাহ'র কাছে হাজার রাতের শ্রেষ্ঠ রজনী বলে পরিচিত মহিমান্বিত এ রাতে বৃষ্টি উপেক্ষা করে মসজিদে জড়ো হন বিভিন্ন বয়সী মুসল্লি।

প্রিয় সৃষ্টিকর্তার কাছে এই ফরিয়াদ পাপ মোচনের, নৈকট্য ও রহমত লাভের। মুক্তির রজনীতে মহান আল্লাহ তায়ালার দরবারে নতজানু মুসলিম উম্মাহ।

অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ শবে কদর বা লাইলাতুল কদর। মহিমান্বিত এ রাতে মসজিদে মসজিদে নামাজ আদায় ও জিকির-আসগারে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সন্ধ্যা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি থাকলেও, রাজধানীর মসজিদ গুলোতে ঢল নামে মুসল্লিদের। দূরদূরান্ত থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায় করেতে আসেন অনেকে।

ইসলাম বোদ্ধাদের মতে, হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত মহান আল্লাহর কাছে ক্ষমা লাভের অপূর্ব সুযোগের রজনী। তাই তাসবিহ-তাহলিল, কুরআন তেলওয়াতসহ যাবতীয় ইবাদত-বন্দেগিতে সারারাত পার করেন কেউ কেউ।

সেহরির আগমুহূর্তে দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।