SomoyNews.TV

শিক্ষা সময়

আপডেট- ০৬-০৫-২০১৮ ০৭:৪০:৫০

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

ssc-exam

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের সচিবসহ সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সার সংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। গত বছর এসএসসি পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ছিলো ৮০ দশমিক ৩৫ শতাংশ।

এর মধ্যে পাসের হার সবচেয়ে বেশি ছিল রাজশাহী আর সবচেয়ে কম পাসের হার ছিল কুমিল্লাতে।

এবারও শিক্ষার্থীরা মুঠোফোন, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। গত পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা শেষ হয় ২৫শে ফেব্রুয়ারি।