৪ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী জাতীয় এসএমই মেলা-২০১৮। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি জানান, এসএমই ফাউন্ডেশনকে আরও গতিশীল করতে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের মেলায় সারা দেশ থেকে ২৭৪ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেবেন।
যাদের প্রায় ৭০ ভাগই নারী। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় প্রতিবারের মতো এবারও পুরুষ ও নারী ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।