SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ৩১-০৩-২০১৮ ১০:০৬:১৭

রাজধানীতে চালের দাম নিম্নমুখী, কমছে পেঁয়াজ-রসুনেরও

paikari

রাজধানীতে পাইকারি পর্যায়ে সবধরনের চালের দাম কমেছে। ভারত থেকে আমদানি ও বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরো কমার ব্যাপারে আশাবাদী পাইকাররা।

 

এদিকে, আদা রসুন আর পেঁয়াজের দামও রয়েছে নিন্মমুখী। চিনি আর মসলার দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ২ টাকা কমেছে ছোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম।

গেল কয়েক সপ্তাহ ধরে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছিল না চালের দামের। তবে হঠাৎ করেই স্বস্তির খবর পাচ্ছেন রাজধানীবাসী। মোটা চাল থেকে শুরু করে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কমেছে কেজিতে দেড় থেকে দুই টাকা। পাইকাররা বলছেন চাল আমদানির প্রভাব পরেছে বাজারে। বৈশাখে নতুন চাল বাজারে এলে দাম আরো কমবে কমবে বলে আশা তাদের।

শুধু চালই নয় আশার বানী শোনাচ্ছেন পেঁয়াজ, রসুন আর আদার বাজারের পাইকাররাও।

চিনির দাম অপরিবর্তিত থাকলেও ২ টাকা কমে প্রতি কেজি মোটা মসুরের দাম ৫০ টাকা আর দেশি মসুর বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। রমজানে ছোলার দাম কেজিতে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে থাকবে বলে আশার কথা শোনালেন পাইকাররা।

কেজিতে ২ টাকা কমে প্রতি পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে পাঁচশ টাকায়। অপরিবর্তিত রয়েছে আটা, গুড়া দুধ সহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।