SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৭-০২-২০১৮ ২১:৫৪:২৩

থেকেই যাচ্ছেন গামিনি ডি সিলভা

gamini

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে পিচ যেমন আলোচিত ছিলো, তেমনি সমালোচিত ছিলেন বিসিবি কিউরেটর গামিনি ডি সিলভা। গুঞ্জন ছিলো গামিনিকে ছাটাই করবে বিসিবি।

 

কিন্তু এ যাত্রায় টিকে যাচ্ছেন এই লঙ্কান। বরং ভারত থেকে নতুন কিউরেটর আনছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, গামিনি আমাদের সঙ্গে অনেক দিন থেকেই আছেন। তার সঙ্গে বাইরে থেকে আরও দু'য়েকজন কিউরেটর আমাদের আনার পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় একজন কিউরেটর আমাদের সঙ্গে দেখা করেছে। সবকিছু ঠিক থাকলে তিনি খুব তাড়াতাড়িই আমাদের সঙ্গে যোগ দেবেন।'

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল আগামী ৪ মার্চ শ্রীলঙ্কা যাবে বলেও জানান বিসিবি প্রধান নির্বাহী।