SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৯-০২-২০১৮ ০২:৪৪:১৮

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ হার, তবে জয় হয়েছে সিলেটবাসীর

syl-fan

সিলেটে ভাঙলো ক্রিকেট উৎসব। একদিনেই উৎসবের সমাপ্তি ঘটায় সবার মাঝে আক্ষেপের সুর। আহা, আরো একটি ম্যাচ যদি হতো সুরমা পাড়ে। আর যারা ঘরের মাঠে বসে প্রথমবারের মতো জাতীয় দলের খেলা উপভোগ করতে পেরেছেন তারা সৌভাগ্যবান মনে করছেন নিজেকে।

 

ম্যাচ শুরু হওয়ায় বিকেল ৫টায় স্টেডিয়ামের ফটক খোলা হয় ৩টায় । এর আগে থেকেই সব ফটকে দর্শকদের লম্বা লাইন। কেউ এসেছে মুখে আল্পনা একে, আবার কেউ এসেছে লাল সবুজের পতাকা অঙ্গে জড়িয়ে। এ যেন উৎসবের আমেজ। সাধ পূরণ হয়েছে ঘরের মাঠে বসে খেলা উপভোগের।

একজন দর্শক বলেন, 'প্রথম আন্তর্জাতিক ম্যাচ সিলেটে এটা আমাদের জন্য গর্বের। এই খেলা দেখতে পেরে আমিও অনেক আনন্দিত।'

খেলা শুরুর সঙ্গে সঙ্গে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় গ্যালারি। দর্শকরা বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত করে তোলে চারপাশ। বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচের পর স্থানীয়দের দাবি পরবর্তী ঘরোয়া লীগের ম্যাচও যেনো দেয়া হয় সিলেটেই।  

স্থানীয় একজন বলেন, 'ঢাকা আমাদের ওইভাবে যাওয়া হয় না। তাই প্রত্যেকবারের খেলাগুলোর একটা বা দুটা ম্যাচ এখানে হলে আমরা দেখতে পারি।'

আরেকজন বলেন, 'আমি আসা করি প্রতি বছর জাতীয় ম্যাচ প্রতিবছর এভাবে খেলতে আসে।'

খেলায় প্রিয় দল হেরে যাওয়াও কিছুটা মন খারাপ করে বাড়ি ফেরেন ক্রিকেট প্রেমিক দর্শকরা।

একজন দর্শক বলেন, 'আসছিলাম অনেক আসা নিয়ে। যাইহোক খেলায় হার-জিত থাকেই। আশা করি পরবর্তী খেলা ভালো খেলবে।'

পাহাড় সমান রানে চাপা পড়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ হেরে গেলেও জয় হয়েছে দর্শকের। আবারো প্রমাণ হয়েছে সিলেটের মাঠে খেলা ও দর্শক এ দুটি যেন মুদ্রার এপিঠ-ওপিঠ।