SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৩-০২-২০১৮ ০১:৫৯:৩৮

স্ট্যাম্প মাইকে ধরা পড়লো ধোনির টোটকা (ভিডিও)

dho

টেস্ট ক্রিকেট ছেড়েছেন আগেই। ওয়ানডে আর টি-২০টা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও কোন ফরম্যাটেই দলের নেতৃত্ব নেই ভারতের সফলতম এ অধিনায়কের হাতে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতের সফলতাও ঈর্ষণীয়।

তবে অধিনায়কত্ব যার হাতেই থাক না কেনো টিম ইন্ডিয়ায় বিশেষ গুরুত্ব ধোনির। অনেকেই বলে থাকেন, মাঠে দলের মাস্টারমাইন্ড তিনি। কিছুদিন আগে ক্যাপ্টেন কুল খ্যাত ধোনির নেতৃত্ব আর নির্দেশনার দিলখোলা প্রশংসা করেছিলেন স্পিনার জুজবেনদ্র চাহাল।

[আরও পড়ুন: অন্তত টি-২০ দলে জায়গা ধরে রাখতে চান সৌম্য]

অনেকেই বলেন, কোহলি অধিনায়ক হলেও মাঠে মূল কলকাঠি নাড়েন ধোনিই। বিশেষ করে দলের সঙ্কটে ধোনির বুদ্ধিতেই ভরসা তাদের।

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে উড়ছে কোহলিবাহিনী। প্রথম তিন ম্যাচ জিতে নিয়েছে তারা। যদিও চতুর্থ ম্যাচটি জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে প্রোটিয়ারা।

[আরও পড়ুন: হেড কোচ ছাড়াই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ]

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। ম্যাচে ভারতীয় স্পিনে নাস্তানাবুদ হয়েছেন ডি কক, ডুমিনিরা। ম্যাচের পর একটি ভিডিও সবার নজরে আসে। যেটিতে স্ট্যাম্প মাইকে ধোনির কথা স্পষ্ট শোনা যায়।

[আরও পড়ুন: কেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আর কাজ করতে চান না সুজন?]

এতে স্পিনারদের বলে বলে বল করাতে দেখা গেছে ধোনিকে। মাঝে মাঝে ফিল্ডিংয়ের বিষয়ে কোহলিকে নির্দেশনাও দিতে দেখা গেছে। ধোনির টোকটা কাজেও লেগেছে দারুণভাবে। জুজবেন্দ্র চাহালের ৫ আর কুলদীপ জাদবের ৩ উইকেটের বদৌলতে মাত্র ১১৮ রানেই ধসে যায় স্বাগতিকদের ইনিংস। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।