অ্যালেক্সিস সানচেজের বিকল্প খুঁজে পেয়েছে আর্সেনাল।
আর্জেন্টিনা ভিত্তিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বোকা জুনিয়র্স স্ট্রাইকার ক্রিস্টিয়ান প্যাভনকে দলে পেতে প্রস্তাব দিয়েছে গানাররা।
২১ বছর বয়সী এই আর্জেন্টাইনকে পেতে রিলিজ ক্লজ মেনে ৩৩ মিলিয়ন পাউন্ড দিতেও প্রস্তুত তারা। ধারণা করা হচ্ছে স্ট্রাইকার ছাড়াও অন্যান্য পজিশনে খেলতে পারার ক্ষমতাই তার প্রতি আগ্রহী করে তুলেছে ওয়েঙ্গারকে।
যত দ্রুত সম্ভব এই চুক্তি সেরে ফেলতে চাচ্ছে লন্ডনের ক্লাবটি। কারণ প্যাভনকে পেতে ইতোমধ্যে লিভারপুল ও য়্যুভেন্তাসও বেশ নড়েচড়ে বসেছে বলেই খবর আছে ফুটবল পাড়ায়।
এদিকে একই সাথে মোনাকোর ফরাসী মিডফিল্ডার থমাস লেমারের প্রতিও নিজেদের আগ্রহ জানিয়েছে আর্সেনাল। তবে এ মাসের মধ্যে ৯০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি না দিলে তাকে পাওয়া সম্ভব হবে না বলেই জানিয়ে দিয়েছে মোনাকো কর্তৃপক্ষ।