এখনও খোঁজ মেলেনি দুদিন আগে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা নাইমুল ইসলাম সৈকতের। তিনি ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
পরিবারের দাবি, গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি তার। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় মিরাজ নামে এক বন্ধুর সঙ্গে দেখা হয় তার। এ ঘটনায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে সেখানেও তাদেরকে হয়রানি করা হয়। পরবর্তীতে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ১দিন পর বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।