শেষ চার নিশ্চিত করতে হলে মাশরাফিদের শেষ দু'টি ম্যাচের একটিতে জিততেই হবে। তবে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় করেনি মাশরাফি বিন মুর্তজা। তারা খুলনাকে ১৯ রানে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করল রংপুর। ইতিমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস পঞ্চম পর্বের শেষ চারে থাকাটা নিশ্চিত করেছে।
জয়ের জন্য খুলনাকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর রাইডার্স। সেই লক্ষ্যে তাড়া করতে গিয়ে ১২৮ রানেই শেষ হয়ে যায় খুলনার ইনিংস।
রংপুরের করা ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই হয়েছিল খুলনার। মাইকেল কিলিঞ্জার ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৬০ রান। শান্তকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে ফেরান অপু। এরপর আফিফ, মাহমুদউল্লাহ, নিকোল পুরান, কিলিঞ্জার ও কার্লোস বার্থওয়েটকে ফিরিয়ে ম্যাচে পুরোপুরিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেন মাশরাফিরা।
শেষ পর্যন্ত ১২৮ রান করতে সমর্থ হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর আগে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৭ রান করেছেন গেইল-মাশরাফিরা।
শুরুটা ভালো হয়নি রংপুরের। তৃতীয় ওভারে জিয়াউর রহমানের উইকেট হারায় দলটি। এরপর কিছুটা সময় ঝড় তুলেছিলেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। তবে সেটিও স্থায়ী হয়নি।
গেইল ফেরার পর কাপুগেদারা-নাহিদুল-রবি বোপারারা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় রংপুর। শেষে মোহাম্মদ মিঠুনের ৩৫ বলে ৫০ ও মাশরাফির ১১ বলে ১৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৪৭ রানের ভালো স্কোর গড়ে রংপুর।
এজে/