শনিবার পৃথক ম্যাচে মাঠে নামবে দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আরেক ম্যাচে, ওয়ান্ডা মেট্রোপলিটানোয় অ্যাথলেটিকো মাদ্রিদ আতিথ্য দেবে রিয়াল সোসিয়েদাদকে। ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়।
লা লিগায় বার্সেলোনার জয়রথ থামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ড্র দিয়ে। যে ভ্যালেন্সিয়ার চেয়ে টেবিলে মাত্র ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে কাতালানরা। এবার তাই ব্যবধানটা বাড়াতে, অর্থাৎ শীর্ষস্থান মজবুত করতে বার্সা মুখোমুখি হবে সেল্টা ভিগোর।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলা। সেই সাথে কোপা দেল রে'র গেলো ম্যাচে রিয়াল মুর্সিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় এ ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিকদের। আর এই মাঠে সেল্টার বিপক্ষে জয়ের সুখস্মৃতিটাও তরতাজা কাতালানদের। শেষ ৬ ম্যাচের ৫টিতেই জয় আছে তাদের। এদিকে, এ ম্যাচে বিশ্রাম কাটিয়ে দলে ফিরছেন প্রাণভোমরা লিওনেল মেসি। সেরা একাদশেই তাকে পাচ্ছে বার্সা সমর্থকরা। যদিও ইনজুরি কাটিয়ে উঠতে পারেন নি ডেমবেলে, মাশচেরানোরা। ফেরার সম্ভাবনা আছে আর্দা তুরানের। তাই বলাই যাচ্ছে পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব দিক থেকেই এগিয়ে থাকবে ভালভার্দের শিষ্যরা।
এদিকে, দিনের আরেক ম্যাচে, ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমের শুরুটা তেমন ভালোভাবে না কাটলেও, গেলো কয়েক ম্যাচে স্বরূপে ফিরেছে রোজি ব্লাঙ্কোরা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ফুরিয়ে গেলেও লা লিগায় এখনও সুযোগ আছে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার। এবার সে লক্ষ্যেই এগুচ্ছে দলটি।
দুই ফরাসি স্ট্রাইকার কেভিন গামেইরো ও আতোয়া গ্রিজম্যান দুজনেই ফিরেছেন ফর্মে। আছেন অ্যাঙ্গেল কোরেয়া, সৌলরা। যদিও হ্যামস্ট্রিং-এর ইনজুরি সমস্যায় এখনও ভুগছেন হুয়ানফ্রান। তবে, তা নিয়ে চিন্তিত নন কোচ সিমিওনে। সোসিয়েদাদের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলার অপেক্ষায় এখন তারা।
/এসএম