বুধবার চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের সময় মাশরাফি এবং শুভাশিস রয়ের মধ্যে দ্বন্দ্বের ঘটান নিয়ে তোলপাড়ের মধ্যে প্রথমেই ফেসবুক লাইভে আসেন মাশরাফি। এরপরই ফেসবুক লাইভে দেখা যায় শুভাশিসকে।
শুভাশিসের ফেসবুক একাউন্ট থেকে হলেও লাইভে শুরুতেই আসেন বিপিএলে শুভাশিসের সতীর্থ তাসকিন আহমেদ। তাসকিন বলেন, 'আজকে আমরা খুবই মজার একটা ম্যাচ জিতেছি। এরমধ্যে শুভাশিস ভাইয়ের একটা ইনসিডেন্ট হয়ে গেছে। এটা আসলে খেলার মাঠে ভুলে হয়ে গেছে। তাই শুভাশিস ভাই কিছু বলতে চায়।'
এরপর শুভাশিসের দিকে ক্যামেরা ঘোরাতেই হাসতে হাসতে তাসকিনকে শুভাশিস বলেন, 'আমি কিছু বলতে চাই না।'
'আমরা লাইভে আছি' তাসকিনের এমন কথার পর শুভাশিস বলেন, আমি কি বলবো।
এরপর কথা বলার জন্য পাশে থাকা মাশরাফিকে ক্যামেরার সামনে টেনে আনে শুভাশিস। বলেন, 'ভাই আপনি বলে দেন।'
হাস্যোজ্জ্বল মাশরাফি সালাম দিয়ে কথা শুরু করেন। বলেন, 'আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিস) পুরোপুরি ঠিক আছি। আপনারাও ঠিক থাকেন, শান্তিতে থাকেন। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আর অবশ্যই জয়ী দলে থাকার জন্য তাকে (পেছনে দাঁড়ানো শুভাশিসের দিকে ইঙ্গিত করে) অভিনন্দন। সে খুবই প্রতিশ্রুতিশীল। ইনশাল্লাহ সে সামনে বাংলাদেশের হয়ে অনেক ভালো খেলবে। এই দোয়া আমি করি, আপনারাও করবেন। ধন্যবাদ।'
এরপর শুভাশিসকে কিছু বলার জন্য ক্যামেরা তার দিকে ঘোরেতেই একটাই কথা বলেন তিনি। 'সরি ভাই, সরি ভাই।'