দেশে ই-কর্মাস সম্প্রসারণে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের খরচ আরো কমানো প্রয়োজন। একইসাথে জেলা পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করতে হবে।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ই-কর্মাস নিয়ে এক সেমিনারে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। অনলাইনে কেনাকাটায় গ্রাহকরা যাতে প্রতারণার শিকার না হন সেদিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর উপদেষ্টা শমী কায়সার।