সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে বই তুলে নিচ্ছেন নওয়াজউদ্দিন
নওয়াজউদ্দিন সিদ্দিকির ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটিতে তার যৌন জীবন নিয়ে তিনি কম ঘোলা করেননি। তার দুই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করায় তার দুই প্রেমিকা অভিনেত্রী নীহারিকা সিংহ এবং সুনীতা রাজওয়ার খোলাখুলি মন্তব্য করেছেন। তারা জানিয়েছেন, নওয়াজউদ্দিন শরীফ তার বই বিক্রি করার জন্য এরকম কথা উল্লেখ করেছেন। এত পানি ঘোলা করার পর নওয়াজউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন এবং বইটি তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
নওয়াজউদ্দিন টুইটারে টুইট করে জানান, ‘যদি আমি কারও আবেগে আঘাত করে থাকি, তা হলে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বইটির প্রসঙ্গে আমি আক্ষেপ করছি এবং সেটি তুলে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি।'