লজ্জার রেকর্ড থেকে অল্পের জন্য বেচে গেলেন মোহাম্মাদ সাইফুদ্দিন। টি-২০ তে ডেভিড মিলারের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর পথে সবচেয়ে বেশি পিষ্ঠ হয়েছেন বাংলাদেশের এ মিডিয়াম পেসার। ম্যাচের ১৯তম ওভারের সাইফুদ্দিনকে বোলিংয়ে আনেন সাকিব। স্ট্রাইক এন্ডে মিলার। এক এক করে পাঁচটি বল পাঠালেন সীমানার বাইরে। সবগুলোই বাতাসে ভাসিয়ে।
মিলারের তাণ্ডব মনে করিয়ে দিচ্ছিলো ২০০৭ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের রেকর্ডের কথা। সেবার ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ।
তবে সেই স্মৃতি আর ফিরিয়ে আনতে দিলেন না সাইফুদ্দিন। অফ স্ট্যাম্পের বাইরের বলটিতে এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মিলারকে।
আধুনিক আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানো দ্বিতীয় ব্যাটসম্যান। এর আগে এই কীর্তি ছিলো মিলারের স্বদেশী হার্সেল গিবসের। তবে গিবসের রেকর্ডটি ওয়ানডেতে। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডিন ভ্যান বাঙ্গির এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।