যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের দু'টি শহরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা শরণার্থীদের পুনর্বাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
টেনসির শেলবিভিল ও মারফ্রিসবেরো শহরে 'হোয়াইট লাইভস ম্যাটার' র্যালিতে অন্তত তিনশ' শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও নব্য নাৎসীবাদী, শরণার্থীদের আশ্রয় দেয়ার বিরোধিতা করে রাস্তায় নামে। এই সমাবেশের কয়েকজন আয়োজক গত আগস্টে ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের সমাবেশে যে সহিংসতা হয় তার সঙ্গে যুক্ত ছিলো।
গত ১৫ বছরে টেনেসিতে সোমালিয়া, ইরাক এবং আরও বিভিন্ন দেশের অন্তত ১৮ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের এ সমাবেশের বিরোধিতা করে পাল্টা সমাবেশ করে বর্ণবাদবিরোধীরা। যে কোন ধরনের সহিংসতা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।