ভৈরবে এক কিশোর মারাত্মকভাবে নিজের শরীর ক্ষত বিক্ষত করেছে। স্বজনদের দাবি, ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়েই কিশোরটি এ কাজ করে। সে জেড রহমান স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প্রথম বর্ষের ছাত্র।
স্বজনরা জানায়, শনিবার বিকেল ৫টার দিকে, ভৈরবের কালিপুর এলাকার নিজ বাসায় ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে কিশোর। এসময় স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে ভৈরব আবেদীন জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তার বড় ভাই বলেন, 'আমরা খবর পেয়েছি গেইমের মাধ্যমে আত্মহত্যা করে, গতকালকে রাতে সচেতন হয়েছি কারণ আমার ভাই ও গেইম খেলে। বিকাল ৩ টার সময় আজ এমন ঘটনাটা ঘটল।'
কর্তব্যরত চিকিৎসক সময়নিউজকে বলেন, 'জখমের চিহ্নগুলো দেখে মনে হয়েছে আত্মহত্যার প্রবণতা কিংবা নিজেকে শেষ করার চেষ্টা করেছেন এই রোগী।'
প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আহত কিশোর গত ১ মাস যাবত মোবাইল গেমে আসক্ত ছিল বলে জানায় তার স্বজনরা। তাদের আশঙ্কা, ব্লু হোয়েল গেমের প্রভাবেই এমনটি ঘটেছে।