প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় ভাঙনে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে আগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে চরম ঝুঁকিতে পড়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লাখ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন বরাদ্দ ছাড়া বাঁধের ভাঙন মেরামত সম্ভব নয়।