x
ওয়েব ডেস্ক
আপডেট
১৩-০৪-২০২১, ২২:১৩

ডিজিটাল ভিডিও মনিটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’র যাত্রা শুরু

ডিজিটাল ভিডিও মনিটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’র যাত্রা শুরু
ইউটিউবের আদলে দেশের প্রথম মনিটাইজড ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করল ‘আই পরশ’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল লাইভ দেখা, অন-ডিমান্ড ভিডিও দেখা কিংবা ভিডিও আপলোড করে অর্থ ইনকাম করার সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে ‘আই-পরশ’ এর কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আই-পরশের ব্যবস্থাপনা পরিচালক রাজা সালেহ মাহমুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী সাইফুল ইসলাম এবং অ্যাডভাইজার সালাউদ্দিন সেলিম। 

‘আই-পরশ’ এর যাত্রার কারণ হিসেবে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী সাইফুল ইসলাম বলেন, ‘বিদেশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে প্রচুর অর্থ চলে যাচ্ছে বিদেশে, তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশেই একটি বিকল্প ভালোমানের ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করা, তরুণ সমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা এবং দেশের টাকা দেশে রাখা। 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজা সালেহ মাহমুদ বলেন, আমাদের মূল উদ্দেশ্য একটি সফল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা যেখানে বিভিন্ন ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান, অনলাইন পোর্টাল, আইপিটিভি এবং প্রোডাকশন হাউজগুলোর বাড়তি ইনকামের মাধ্যম হবে ‘আই-পরশ’। পাশাপাশি দর্শকরা পাবেন বিনোদনমূলক ভিডিও, সংবাদ, টিভি চ্যানেল ইত্যাদি দেখার সুযোগ। 

তিনি আরও বলেন, আই-পরশ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী সংযুক্ত থাকা যাবে এর সাথে। 

আই-পরশ’ এর অ্যাডভাইজার সালাউদ্দিন সেলিম বলেন, ‘বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মেধা খাটিয়ে ইনকামের পথ তৈরি করে দেওয়া, ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটর তৈরি করা সহ দেশের ডিজিটাল বিনোদন ব্যবস্থাকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করাই ‘আই-পরশ এর মূল উদ্দেশ্য। এ ছাড়াও আইপরশ এমন একটি প্ল্যাটফর্ম যেটা হবে অন-ডিমান্ড ভিডিও এর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং অর্থ ইনকাম করারও একটি বড় ডিজিটাল মাধ্যম। 

তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম থেকে শুধু আপলোডারই ইনকাম করবে না ইনকাম করার সুযোগ রয়েছে স্বয়ং দর্শকদেরও কোনো রকম ভিডিও আপলোড না করে শুধু ভিডিও দেখেই। 

আই-পরশে যেসব সুবিধা রয়েছে

বিনা খরচে দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে এখানে। পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ, নাটক, সিনেমা, ফানি ভিডিও, বিভিন্ন সিরিয়াল ইত্যাদিও দেখা যাবে ‘আই-পরশে’। তবে প্রিমিয়াম ভার্সনও থাকবে ‘আই-পরশে’ যার মাধ্যমে দর্শকরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও সহ আরও অনেক এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারবেন। 

‘আই-পরশ’-এ শুধু ভিডিওই দেখা যাবে না, ইনকামও করা যাবে ভিডিও আপলোড দিয়ে কিংবা লাইভ স্ট্রিমিং করে। এখানে ইউটিউবের মতো চ্যানেল খোলা যাবে, ভিডিও আপলোড দেওয়া যাবে এবং লাইভ স্ট্রিমিং করা যাবে। বলা যায় তরুণ প্রজন্মের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হবে আই-পরশ। ইউটিউবের মতো আই-পরশেও রয়েছে ‘মনেটাইজেশন প্ল্যাটফর্ম’ যেখানে ভিডিও ভিউস এবং কনটেন্ট এর জনপ্রিয়তার ভিত্তিতে আপলোডকারী ইনকাম করতে পারবেন। এখানে ভিডিও কপিরাইট এবং কপিরাইট ক্লেইম এর ব্যবস্থা রয়েছে যাতে কেউ কারও কন্টেন্ট চুরি করতে না পারে কিংবা চুরি করলেও রিপোর্ট করে তা আবার ফেরত পেতে পারেন। 

বিভিন্ন টিভি চ্যানেল কিংবা অনলাইন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও ‘আাই-পরশ’ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের কনটেন্টগুলো আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবেন পাশাপাশি বাড়তি ইনকামও করতে পারবেন। 

বিদেশি বিভিন্ন মনিটাইজড প্ল্যাটফর্মের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ডিজিটাল বিজ্ঞাপনের সিপিএম মূল্য থাকে খুবই নগণ্য অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোতে তাদের সিপিএম এর মূল্য অনেক বেশি। তাই এ ক্ষেত্রে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অধিক হারে ঠকে যাচ্ছে বিদেশি মনিটাইজ প্ল্যাটফর্মগুলোর কাছে। তাই ‘আই-পরশ’ এর আরও একটি উদ্দেশ্য হলো কনটেন্ট এর মালিক এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপযুক্ত মূল্যায়ন করা। 
 
‘আই-পরশ’ প্ল্যাটফর্মের সাথে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোন আন্তযোগ নেই যার ফলে অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন ইউটিউবে থাকা কনটেন্টটি ‘আই-পরশ’ -এ থাকলেও কোন সমস্যা নেই এবং কপিরাইট নিয়েও কোনো সমস্যায় পড়তে হবে না।

নিজস্ব ব্যবস্থাপনায় চলে আই-পরশের কপিরাইট নিয়ন্ত্রণ এবং কপিরাইটের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবে আই-পরশ যাতে প্রকৃত সত্ত্বাধিকারী কিংবা কনটেন্ট ক্রিয়েটররা ক্ষতিগ্রস্ত না হন কিংবা কনটেন্ট চুরি না হয়।
 
আইপিটিভি’ ব্রডকাস্টারদের জন্যও ‘আই-পরশ’ রেখেছে বিশেষ ব্যবস্থা। আইপিটিভি পরিচালনার জন্য প্রধান প্রয়োজনীয় জিনিসটি ‘স্ট্রিমিং সার্ভার’ এবং একটি ভালোমানের স্ট্রিমিং সার্ভার এর জন্য প্রতি মাসে আইপিটিভি ব্রডকাস্টারদের গুনতে হয় মোটা অংকের অর্থ। কিন্তু ‘আই-পরশ’ সম্পূর্ণ বিনামূল্যে দিবে এই ধরনের স্ট্রিমিং সার্ভার সুবিধা এবং এই ‘স্ট্রিমিং ভিডিও’ ব্রডকাস্টাররা তাদের ওয়েবসাইট, অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম, আইপিটিভি ক্যাবল নেটওয়ার্ক ইত্যাদি জায়গায় ব্যবহার করতে পারবে।    

‘আই-পরশ’ ব্যবহার করছে সর্বশেষ প্রযুক্তির ‘ক্লাউড ডেলিভারি নেটওয়ার্ক’ এবং ক্যাশিং টেকলোজি যাতে ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারেন বাফার-ফ্রি। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী দেখা যাবে ‘আই-পরশ’ এর ভিডিও কিংবা আপলোড ও লাইভ স্ট্রিমিং করা যাবে এবং ইনকাম করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে। 

আই পরশ এর সংযুক্ত হওয়ার জন্য কিংবা ভিডিও দেখার জন্য ও ভিডিও আপলোড দেওয়ার জন্য রয়েছে ‘iPorosh মোবাইল অ্যাপ, স্মার্ট টিভি অ্যাপ এবং ওয়েবসাইট: www.iPorosh.comDMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
করোনা ভাইরাস লাইভ আপডেট
আক্রান্ত চিকিৎসাধীন সুস্থ মৃত্যু
৭৭৭৩৯৭ ৪৭১০৩ ৭১৮২৪৯ ১২০৪৫
বিস্তারিত
লিবিয়ায় নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০ স্বেচ্ছায় কারাবরণ আবেদন নিয়ে থানায় সাংবাদিকরা আশ্রম থেকে মুক্তি, ৫ বছর পর মাকে ফিরে পেল ভাইরাল পথশিশু মারুফ রোজিনার বিরুদ্ধে মামলা, অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ: সম্পাদক পরিষদ ৬০ বিমান নিয়ে হামাসের ‘সুড়ঙ্গপথ’ ধ্বংস করল ইসরায়েল সাংবাদিক রোজিনার পক্ষে আবদুল গাফফার চৌধুরীসহ ১১ নাগরিকের বিবৃতি সাংবাদিকদের নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: হানিফ জয়ের প্রেমিকা হয়ে আসছেন অপু বিশ্বাস ইসরায়েলে হামাসের রকেট হামলা, নিহত ২ ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে যা বললেন সেই নারী কোয়ারেন্টাইনে ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে দুর্বল এজাহার! বাড়ছে না আবেদন ফি, আগের নিয়মেই জাবির ভর্তি পরীক্ষা ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না দিলে শান্তি মিলবে না: তুরস্ক বাংলা একাডেমির সভাপতি হলেন ড. রফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাংবাদিক নেতারা জুনে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয় নাটোর জেলা কারাগারে হাজতির মৃত্যু যুদ্ধ বন্ধে কোনো আলোচনাই কাজে আসবে না: ইসরায়েল ইসরায়েলের হাইফায় গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড জীবনের কথায় ইলমার প্রথম মৌলিক গান সাংবাদিক রোজিনা ইসলামের পাশে তারকারাও মাথাপিছু আয় বেড়ে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের রোজিনা ইসলামের মুক্তির দাবি মিরপুর স্টেডিয়ামেও সংবাদ সম্মেলন বয়কট, তাকিয়ে রইলেন সেই জেবুন্নেছা (ভিডিও) নেত্রকোনায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু ইসরায়েলের সমর্থকদের চিনে রাখছে বিশ্ব: ইরান আসিফের গিটার ভেঙে ফেলল নোবেল! ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন: জয়-পরাজয়ের সমীকরণ জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে ঢুকল ড্রোন ইসরায়েলি সহিংসতার দ্রুত শেষ দেখতে চাই: পুতিন নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৫০ লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা টানা ৫ বছর ঘুমিয়ে কেটেছে তার! ঘরের বাতাস দূষণমুক্ত করার এয়ার পিউরিফায়ার ৪২তম বিসিএস’র ভাইভা স্থগিত দেশে করোনায় মৃত্যু কমলেও দ্বিগুণ শনাক্ত মামুনুলকে জিজ্ঞাসাবাদ শুরু যমুনায় গোসল করতে নেমে ৩ কলেজছাত্রীর মৃত্যু গায়ত্রী-মুসাতেই ঘুরপাক খাচ্ছে মিতু হত্যারহস্য ‘বাংলাদেশে সাংবাদিকতাকে তথ্য চুরি বলা হচ্ছে, এর চেয়ে দুঃখ আর নেই’ বিশ্বব্যাংকের সহজে ব্যবসার সূচকে বাংলাদেশের অগ্রগতি বিয়ে ইস্যুতে আলোচনায় রাশমিকা মান্দানা! চীনে বিয়েবিচ্ছেদ কমল ৭০ শতাংশ আরবীয়-তুর্কিদের প্রতারণায় রক্তাক্ত ফিলিস্তিন এবার যশোর ও নড়াইলে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত সফটওয়ার ইঞ্জিনিয়ার থেকে মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা চরম ভোগান্তি নিয়ে ফিরছেন মানুষ, মানছে না স্বাস্থ্যবিধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ‘মিস ইউনিভার্স ২০২১’ হলেন মেক্সিকোর আন্দ্রে মেজা এবার রেড ক্রিসেন্ট ভবনে ইসরায়েলি বোমা হামলা, নিহত ২ কাশিমপুর কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম জেমস বন্ড মুভির স্টুডিও কিনছে অ্যামাজন সাংবাদিক রোজিনাকে হেনস্তা-গ্রেফতারের প্রতিবাদ দেশজুড়ে সিলেটে ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত আমাকে আরও পরিশ্রম করতে হবে: সালমান রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ জানাল ক্রীড়া সাংবাদিকরা আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানইউ-ম্যানসিটি ইউরো চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা ক্রোয়েশিয়া-বেলজিয়ামের জেরুজালেম নিয়ে এরদোয়ানের নতুন প্রস্তাবনা গাজায় হামলা: আরবদের মধ্যে বিভক্তি ক্রিপ্টোকারেন্সির দাপটে নড়বড়ে অবস্থায় এলন মাস্ক বিদেশ থেকে ৩ মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি ভারতকে আরও ৪ ট্রাক করোনার ওষুধ পাঠাচ্ছে বাংলাদেশ এবার নোবেলকে বাদ দিলেন অনন্য মামুন রোজিনা গোপন তথ্য নিয়ে যাচ্ছিলেন, তাকে নির্যাতন করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ‘অব্যবস্থাপনা থাকলে মৃত্যু চল্লিশের নিচে নামল কী করে?’ বিকেলে অনুশীলনে নামছে টাইগাররা নওগাঁয় কমছে মাছের দাম, বিপাকে চাষিরা ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা মানবাধিকার কমিশনের দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মাদ্রাসাছাত্র গ্রেফতার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই মিথ্যা মামলা: ছাত্র ইউনিয়ন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের যা বললেন রোজিনা (ভিডিও) গাজায় সহিংসতা: ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা অ্যামনেস্টির সাংবাদিক রোজিনার রিমান্ড খারিজ, কারাগারে প্রেরণ শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর ভিড় করোনাকালেও রেমিট্যান্সে বাংলাদেশের উন্নতি ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার নাগরিকরা চলে গেলেন কিংবদন্তি হকি খেলোয়াড় শামসুল বারী মাদারীপুরে প্রণোদনার কোটি টাকা তছরুপের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি মির্জা ফখরুলের পশ্চিমবঙ্গে মন্ত্রীসহ গ্রেফতার চারজনের জামিন নাটক, হাসপাতালে ভর্তি ২ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট ভারতফেরদের কোয়ারেন্টিন শেষে নেগেটিভ আসলে ছাড়পত্রের সুপারিশ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অজি পেসার গ্রেপ্তার দ্বিতীয় ডোজ নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে ‘এক ফোনই’ যথেষ্ট! গাজায় স্বামী হারিয়ে সন্তান বুকে নিয়ে নারীর আহাজারি পাটুরিয়া-দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ঢল গাছের ডালে আইসোলেশনে যুবক! ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতিতে বাইডেনের সমর্থন এবার ইসরায়েলি স্থাপনায় সাবমেরিন ড্রোন হামলা হামাসের খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ২ আদালত খুলে দেওয়ার দাবি সাংবাদিক রোজিনাকে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ অবশেষে দেশে ফিরলেন আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতে এক দিনে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়াল এবার লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল ভারতে ঘূর্ণিঝড় তাউতের আঘাতে লণ্ডভণ্ড উপকূল, নিহত ২১
আরও সংবাদ...
কাবিলার মুক্তির দাবি দর্শকদের, যা বললেন নির্মাতা পরশ মনিকে ফলো করেন মামুনুল হক! অশ্লীল ভিডিওতে ঠাসা ‘শিশুবক্তা’ রফিকুলের ফোন, বিয়েতেও ধোঁয়াশা! সত্য প্রকাশ হওয়ায় চটেছেন নোবেল ঢাকায় লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের মিছিল-অবরোধ (ভিডিও) মুনিয়ার মৃত্যু রহস্য নিয়ে যা জানাল ফরেনসিক বিশেষজ্ঞরা মামুনুলকে ‘গাদ্দার’ বলে ক্ষোভ ঝাড়লেন সেই নারীর ছেলে (ভিডিও) মামুনুলের সঙ্গে থাকা সেই নারীর পরিচয় মিলেছে যে কাজ অসম্পূর্ণ রেখে গেলেন কবরী শৌচাগারে ঢুকে পুরুষের নগ্ন ভিডিও করা মিথিলা এখন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সাসপেন্ড হলেন ফেসবুক লাইভে আসা সেই পুলিশ সদস্য এবার তৃতীয় বিয়ের দাবি মামুনুল হকের! শুক্রবার টানা সাড়ে ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় বাংলাদেশের আকাশে রহস্যময় মিথেন গ্যাস! করোনায় দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ’ (ভিডিও) মামুনুলের বিষয়ে হেফাজতের সিদ্ধান্ত জানালেন বাবুনগরী পড়াশোনার খরচ চালাতে দেহ ব্যবসায় ঝুঁকছেন শিক্ষার্থীরা! টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় মামুনুল কাণ্ড: জান্নাত আরার সাবেক স্বামী শহিদুল আটক আরেফিন শুভর দেওয়া কষ্ট মৃত্যু পর্যন্ত মনে রাখবেন পরিচালক ছেলের বিয়ের দিন মা জানলেন কনে তার হারিয়ে যাওয়া মেয়ে! লকডাউনে দোকান বন্ধ করতে বলায় আনসারকর্মীকে খুন মিনা পাল থেকে কবরী হলেন যেভাবে শারীরিক সম্পর্কে জোর করায় হাত-পা বেঁধে স্বামীকে হত্যা আবারও কঠোর লকডাউনের হুঁশিয়ারি কাদেরের শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’ সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন মামুনু‌ল হকের প‌ক্ষে স্ট্যাটাস দেয়ায় বহিষ্কার ছাত্রলীগ নেতা ৩ পুরুষাঙ্গের বিরল শিশুর জন্ম লাখ টাকার ভাড়া ফ্ল্যাটে একাই থাকতেন তরুণী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফারুক-কবরী ছাত্রলীগ নেতা রাব্বানীকে নিয়ে জনপ্রিয় অভিনেত্রী ‘জবা’র স্ট্যাটাস ‘অসম্ভবকে’ সম্ভব করল জাপান মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যে স্কুলের ২২ শিক্ষার্থী ভারতফেরত ১০ করোনা রোগী পালিয়েছেন, ‘ভারতীয় ধরন’ ছড়ানোর শঙ্কা! এক বছরেই দুই রমজান! এবার কঠোর লকডাউনের ঘোষণা ফেসবুকে দেওয়া ছবিই কাল হলো মুনিয়ার! ‘বুর্জ আল খালিফা’র গায়ে কুমিল্লার মোশাররফের ছবি! (ভিডিও) অভিজাত ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত মরদেহ, যাতায়াত ছিল এক শিল্পপতির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন খবর দিলেন নির্মাতা করোনায় দেশে মৃত্যুর নতুন রেকর্ড নিয়মিত পর্নোগ্রাফি দেখতেন রফিকুল মাদানী: পুলিশ মামুনুল হককে কি গ্রেফতার করা হয়েছে? ‘হুজুর, দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন’ মামুনুল কাণ্ড: ‘রোমান্টিক প্রেমের’ চার অডিও ফাঁস শিল্পী মমতাজের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’! কেজিপ্রতি ১০০ টাকা কমেছে মুরগির দাম, ডিম ডজনে ১০ ‘শিশু বক্তা’ রফিকুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব
আরও সংবাদ...

মেনে চলি

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  EnglishLive TV DMCA.com Protection Status
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
উপরে
x