নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় ওমর ফারুখ কেকা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার তিরাইল সুতারপাড় এলাকার মৃত সমেত মন্ডলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম জানান, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকার বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়।
তবে ঘাতক প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।