কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাবুরহাট এলাকা থেকে ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল) ভোরে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গাগলা মাঝিটারী গ্রামের অধিবাসী রাজেন বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাস (৩৮), মৃত মানিক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) ও মো. নুর ইসলামের ছেলে বাবু (২২)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার এবং ওই তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ভারত থেকে পাচার করে আনা গাঁজাগুলো বিশেষ কায়দায় পলিব্যাগে প্যাকেট করে মাথায় নিয়ে হেঁটে তারা কালিগঞ্জ নৌকা ঘাটের দিকে যাচ্ছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ওই তিনজন মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।