পৃথিবীর অন্য যে কোনো শহরের তুলনায় বেইজিংয়ে এখন বিলিওনিয়ার সংখ্যা বেশি। ফোর্বসের বিলিওনিয়ার তালিকায় উঠে এসেছে এ তথ্য।
বর্তমানে চীনের রাজধানী বেইজিংয়ে বিলিয়ন ডলারের মালিক আছেন ১০০ জন। গেলো বছর এ সংখ্যা ছিল ৩৩। বিলিওনিয়ারের সংখ্যায় নিউইয়র্ককে পেছনে ফেলেছে বেইজিং। ৭ বছর ধরে নিউইয়র্কে সবচেয়ে বেশি ছিল বিলিওনিয়ার সংখ্যা। চলতি বছর নিউইয়র্কে বিলিয়ন ডলারের মালিক আছেন ৯৯ জন।
বর্তমানে বেইজিংয়ের শীর্ষ কোটিপতি হচ্ছেন- ঝ্যাং ইমিং, যার মোট অর্থের পরিমাণ সাড়ে ৩ হাজার কোটি ডলার। তিনি ইমিং, টিকটক অ্যাপ আর বাইটড্যান্স ফার্মের স্বত্বাধিকারী। নিউইয়র্কের শীর্ষ ধনী সাবেক মেয়র মিশেল ব্লুমবার্গ, যার মোট সম্পদরে পরিমাণ ৫ হাজার ৯শ’ কোটি ডলার।
চীনে চলতি বছর নতুন করে ২১০ জন কোটিপতি হয়েছেন। অর্ধেক কোটিপতিই প্রযুক্তি প্রতিষ্ঠান কিংবা উৎপাদন খাত দিয়ে নিজেদের ভাগ্য গড়েছেন।
কোটিপতিদের সংখ্যায় ভারত আছে তৃতীয় অবস্থানে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোটিপতি আছেন এক হাজার ১৪৯ জন। যাদের মোট অর্থের পরিমাণ ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। যেখানে যুক্তরাষ্ট্রের কোটিপতিদের মোট অর্থের পরিমান ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।
চলতি বছর প্রতি ১৭ ঘণ্টায় নতুন করে একজন কোটিপতি হয়েছেন। এবছর বিশ্বের শীর্ষ ধনীর তকমা দখলে নিয়েছেন অনলাইন জায়ান্ট আমাজান প্রতিষ্ঠাতা জেফ বেজস। ফোর্বসের প্রকাশিত কোটিপতির তালিকায় তিনিই প্রথম।
রেকর্ড ভাঙা এ তালিকায় আছেন ২ হাজার ৭৫৫ জন কোটিপতি। এ বছর তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৯৩ জন কোটিপতি।
চলতি বছর সারাবিশ্বের কোটিপতিদের মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ ট্রিলিয়ন ডলার, ২০২০ সালে সারা বিশ্বের কোটিপতিদের অর্থ ছিল ৮ ট্রিলিয়ন ডলার। বছর ব্যবধানে ৫ ট্রিলিয়ন ডলার বেড়েছে কোটিপতিদের অর্থ।
গেল বছরই কোটিপতির তালিকায় ৩১তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান দখলে নিয়েছেন স্পেস এক্স ও টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্ক।
বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আর্নাল্ট আছেন কোটিপতিদের তালিকার শীর্ষ তিনে। ফোর্বসের তালিকায় শীর্ষ চারে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আছেন পঞ্চম অবস্থানে।