অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করার পর কিছুসংখ্যক মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ মিললেও টিকাটির পার্শ্বপ্রতিক্রিয়ার চেয়ে কার্যকারিতা বেশি বলে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)।
ইউরোপের বিভিন্ন দেশে ৮৬টি পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা বিশ্লেষণ শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, ইএমএ’র নির্বাহী পরিচালক ইমার কুক।
এ সময় তিনি আরও জানান, ইউরোপে টিকা নেওয়া প্রায় আড়াই কোটি মানুষের তথ্য-উপাত্ত যাচাই করে এ বিষয়ে প্রতিবেদন করেছে ইএমএ।
প্রতিবেদনে বয়স ভেদে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত উল্লেখ না থাকলেও এদের অধিকাংশই নারী এবং বয়স ৬০ বছরের নিচে বলে জানা গেছে।
এদিকে, পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকায় যুক্তরাজ্যে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মার্চ পর্যন্ত দেশটিতে ৭৯ জনের শরীরে রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ংকর হয়ে উঠছে। কিছুতেই মানুষের মনে আতঙ্ক কমছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯০৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭৮ লাখ ১০ হাজার ৮৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন, আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের।