দীর্ঘ মেয়াদি স্পন্সর পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দারাজের সঙ্গে চুক্তি বিষয়টি জানিয়েছে ক্রিকেট বোর্ড।
সংস্থাটির সঙ্গে আড়াই বছরের জন্য বাংলাদেশ দলের টিম স্পন্সর হয়েছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ। ৭ এপ্রিল শুরু হয়ে এই চুক্তির মেয়াদ ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।
২০১৯ বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনও স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। করোনার কারণে খণ্ডকালীন স্পন্সর পেলেও, দীর্ঘমেয়াদি স্পন্সর খুঁজছিল বিসিবি। সে লক্ষ্যে দীর্ঘমেয়াদী স্পন্সর পেতে গত মার্চে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১ এপ্রিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তাতে যথেষ্ট সাড়া পায় বিসিবি।
স্পন্সরশিপের আওতায় থাকবে জাতীয় পুরুষ-নারী দল, জাতীয় ‘এ’ পুরুষ-নারী দল ও অনূর্ধ্ব-১৯ পুরুষ-নারী দল। পাশাপাশি দারাজের সহযোগী প্রতিষ্ঠান অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘হাংরিনাকি’ মেয়েদের কিট স্পন্সরের স্বত্ব পেয়েছে। তবে কি পরিমান অর্থে এই চুক্তি হয়েছে সেটা বিসিবি-কিংবা দারাজ থেকে জানানো হয়নি।