ছাতকে নির্মাণাধীন সুরমা ব্রিজে কাজ করার সময় মাথায় লোহার এ্যাঙ্গেল পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ব্রিজের নিচে রবী হোসেন (২০) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।
রবী হোসেন শহরের বাশখলা এলাকার আবুল লেইছের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্রিজের নিচে ওয়েল্ডিংয়ের কাজ করছিল রবী হোসেন। এ সময় কপিকল দিয়ে ব্রিজের উপরে লোহার এ্যাঙ্গেল উঠানোর কাজ চলছিল। এক পর্যায়ে কপিকল থেকে একটি এ্যাঙ্গেল ছিটকে ব্রীজের নিচে কাজ করা রবী হোসেনের মাথায় পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, ছিটকে পড়া এ্যাঙ্গেলের আঘাতে তার মাথা থেতলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।