নানা রঙের আলোতে ভরে উঠেছে চীনের রাজধানী বেইজিংয়ের আকাশ। যার অসাধারণ রূপে নজর আটকাবে যে কারো। অত্যাধুনিক সব বাতির মুগ্ধতায় ডুবতে দর্শনার্থীদের ভিড়।
রঙে রঙে আলোর খেলায় চোখ আটকে যাবে সৌন্দর্য, চীনের বেইজিংয়ের একটি পার্কের।
পার্কের অনেকটা এলাকাই আলোকসজ্জায় সজ্জিত। এতে সেখানকার রাতের আকাশে এক মনোমুগ্ধকর রূপের দেখা মিলছে। এ আয়োজনকে বলা হচ্ছে, বেইজিং আন্তর্জাতিক আলোক উৎসব। বেইজিং শহরের ইউয়ান্টান পার্কে চলছে আয়োজন। এই পার্কটির অধিকাংশই জলাশয়। ১৯ ধরনের লাইটের মধ্যে ১২ হাজার পয়েন্ট সোর্স লাইট ও দুই কিলোমিটার এলইডি লাইট ব্যবহৃত হয়েছে।
পার্কটির এক কর্মকর্তা বলেন, এবারের আয়োজনে আমাদের প্রতিপাদ্য নীল সৌন্দর্য, নীল পৃথিবী। যা দেখতে মানুষ ভিড় করছেন।
বসন্ত উৎসবকে কেন্দ্র করেই এই আয়োজনের শুরু। দ্বিতীয় বছরের মতো হচ্ছে প্রদর্শনী। আগামী কয়েক মাস যা মন মাতাবে ভ্রমণকারীদের।