ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গেল শুক্রবার (২ এপ্রিল) থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) পর্যন্ত দেশটির সীমান্তবর্তী আফার ও সোমালি অঞ্চলে দুই গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমালি অঞ্চলের বিদ্রোহীরা সাধারণ মানুষকে লক্ষ্য করে কয়েকদিন ধরেই হামলা চালিয়ে আসছে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আফার অঞ্চলের মানুষেরাও।
আগামী জুনে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যেই আবারো উত্তপ্ত সীমান্তবর্তী অঞ্চলগুলো।
এর আগে গত বছরের ডিসেম্বরেও ইথিওপিয়ার বেনিশ্যাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়।
ইথিওপিয়ার মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছিলো।