‘জমিদার বাড়ি’ শিরোনামের একটি দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করছেন সাজ্জাদ হোসেন দোদুল। টিপু আলম মিলনের গল্পে নির্মিত হচ্ছে এটি। এ নাটকে যুক্ত হয়েছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাহনূর। জমিদার বাড়ির ঘষেটি বেগম খ্যাত শম্পা রেজার বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নাম ‘শানে নূর’।
নাটকটি প্রসঙ্গে শাহনূর বলেন, একদিকে সাজ্জাদ হোসেন দোদুলের মতো মেধাবী পরিচালক অন্যদিকে জনপ্রিয় গল্পকার টিপু আলম মিলনের গল্পই এ নাটকে অভিনয়ের ব্যাপারে আমাকে আগ্রহী করে তুলেছে। আমার চরিত্রটিও বেশ মজার। জমিদার বাড়ির বড় মেয়ে হিসেবে আমার খবরদারি সবার চক্ষুশূলে পরিণত হবে। ঈর্ষায় জ্বলবে সবাই।
‘জমিদার বাড়ি’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয় এটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ সেন গুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু প্রমুখ।