২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে সোমবার বিকাল পাঁচটার পর থেকে। কিন্তু সন্ধ্যার পর থেকে ওয়েবসাইট জটিলতার কারণে শিক্ষার্থীরা ওয়েব সাইটে প্রবেশ করতে পারছে না।
এর আগে সোমবার (৮ মার্চ) বিকেল ৫টায় আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সন্ধ্যার পর থেকে ওয়েবসাইট জটিলতায় শিক্ষার্থীরা ওয়েব সাইটে প্রবেশ করতে না পারায় বন্ধ রয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি আবেদন।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত ট্রাফিকের কারণে এ সমস্যাটি হয়েছে। আগামীকাল সকালের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যাটি সমাধান হলে তখনই সবাই আবেদন করতে পারবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, হঠাৎ করে ভর্তির অনেক রিকোয়েস্ট চলে আসায় এই সমস্যাটি হয়েছে। গতবার রেজাল্টের সময় কিছুটা এমন হয়েছিল। আজকে একইসাথে অনেকে সাইটে প্রবেশের কারণে এমন হয়েছে। সেটি সমাধানের চেষ্টা করছি। কালকে সকালের মধ্যে আশা করি ঠিক আপডেট দিতে পারবো।
মুতাহের/