পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম ছিল, তা সত্ত্বেও সোমবার (৮ মার্চ) বিজেপিতে যোগ দিলেন মালদহের হবিবপুরের সরলা মুর্মু। এই খবর সামনে আসতেই সরলার মুর্মুর নাম হবিবপুর কেন্দ্র থেকে বাতিল করেছে তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রে নতুন প্রার্থীর নামও ঘোষণা করেছে তারা।
শুক্রবার (৫ মার্চ) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের ৬৪ জন বিধায়ককে এবার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রার্থী না হতে পেরে একাধিক তৃণমূল বিধায়ক থেকে নেতাই বিক্ষুব্ধ, আবার কেউ অভিমান ব্যক্ত করেছেন।
এদিকে তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরেছেন মমতার ছায়াসঙ্গী সাতগাছিয়ার চারবারের বিধায়ক সোনালী গুহ, বাঁকুড়ার শম্পা দরিপা। এছাড়া বিজেপিতে যোগ দিয়েছেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, জটু লাহিড়ী এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কলকাতার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিলেন তারা।