কিউলেক্স মশা নিধনে এবার এলাকাভিত্তিক ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের সাগুফতা খালে লার্ভা ধ্বংসের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
আগামী ১০ দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডকে ১০টি অঞ্চলে ভাগ করে এই ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। ১৬ মার্চ হরিরামপুরে মশার আবাসস্থল নিধনের মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রমে প্রতিদিন একটি অঞ্চলে এক হাজার ২০০ মশক নিধন কর্মী কাজ করছে। পাশাপাশি এ ব্যবস্থাপনা তদারকিতে ২০০ কর্মী নিয়োগ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মশার ওষুধ ছিটানোর সময় মিল্কভিটা কারখানায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দুধের প্যাকেটের স্তূপ ও পাশের ডোবায় মশার লার্ভার অস্তিত্ব পায় সিটি করপোরেশেন।
এ সময় মেয়র বলেন, সরকারি স্থাপনায় এভাবে মশার প্রজননস্থল তৈরি হওয়ার বিষয়টি দুঃখজনক। একদিকে যেমন কিউলেক্স মশার প্রজনন ক্ষেত্র। অন্যদিকে অ্যাডিস মশার প্রজনন ক্ষেত্রের মিল্কভিটার পলিথিন। এই প্রতিষ্ঠানটিকে কয়েকবার বলা হয়েছে। আইন কারো ঊর্ধ্বে নয়, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হোক। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।