নওগাঁর হাটগুলোতে কমেছে ধানের দাম। প্রতি মণ ‘চিনি আতপ’ ২০০ আর মোটা জাতের ধান ৬০-৭০ টাকা কমে কিনছেন মিলাররা। ব্যবসায়ীদের কারসাজিতে দর কমছে বলে অভিযোগ কৃষকদের।
নওগাঁর মহাদেবপুরের ছাতুনতলী হাটে সাতসকালে দিনভর ধান কেনাবেচার ব্যস্ততা। বিপুল সরবরাহ দেখে ক্রেতারা খুশি হলেও সব ধরনের ধানের দর কমে যাওয়ায় মন ভালো নেই কৃষকের। মোটা জাতের ধান ৬০-৭০ টাকা আর চিনি আতপ মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে কিনছেন মিলাররা।
দাম পড়ে যাওয়ার তালিকায় রয়েছে চিনি আতপ, স্বর্ণা-৫ গুটিস্বর্ণা, বিআর-৫১ ও গোল্ডেন আতপ জাতের ধান ।
কৃষকরা জানান, যখনই হাটে ধানে চাপ বেড়ে যায়। তখনই ব্যবসায়ীরা দাম কমে দেয়। গত মৌসুমে নানা দুর্যোগে ধানের উৎপাদন কম হয়েছে।
এদিকে কম দামে ধান কেনার কারণ হিসেবে সুনির্দিষ্ট কোনো যুক্তি নেই ব্যবসায়ী ও মিলারদের।
নওগাঁ মহাদেবপুর আড়তদার চাতুন তলী সামসুর রহমান বলেন, মিলারদের যে চাহিদা রয়েছে, সেটা বুঝে আমাদের কেনা-বেচা করতে হয়।
কৃষি বিভাগ জানায়, গেল আমন মৌসুমে জেলায় এক লাখ ৯০ হাজার হেক্টর জমি থেকে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে।