ধোঁয়াশা রেখে নারী লিগের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বাফুফে। ১০ দলের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। ২৭ মার্চ লিগ শুরু করার পরিকল্পনা। জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো এবার অংশ না নিলেও, আগামী মৌসুম থেকে অবশ্যই অংশ নিতে হবে নারী লিগে। এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই বাফুফে কর্তা।
দেশের ফুটবলে নারীরা আশা দেখাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দিয়েছে। টুর্নামেন্টের আগে ক্যাম্পের আয়োজন করে লিগে অংশ নিলেও নিয়মিত ছিল না লিগ।
২০১৯ সাল থেকে দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে নারী লিগ। যদিও করোনার কারণে সেই লিগ শেষ হয়েছে এ বছর। নারীদের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ফেডারেশন। গেলো আসরে ৭ দল অংশ নিলেও এবার খেলবে ১০টি। যেখানে বাদ পড়েছে আগের মৌসুমের ৩টি দল।
বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, সব কিছু যাচাই করে ১০টি ক্লাবকে খেলার অনুমতি দেওয়া হয়েছে। দল বদল হবে এ মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে।
তবে মৌসুম শুরুর আগে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ১০ দলের একটি হবে বাফুফের অনূর্ধ্ব-১৭ দল। যাদের লিগে রাখা হয়েছে শুধু অনুশীলনের জন্য। বাফুফে বলছে এই দলটি চ্যাম্পিয়ন্স ফাইট দেয়ার জন্য খেলবে না। কিন্তু লিগ আয়োজনে এমন দ্বৈত নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, ১০ দল অংশ নিলেও, লিগে নেই আবাহনী মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দল। বাফুফে অংশ নিতে চিঠি দিলেও তাদের কাছ থেকে সারা পায়নি। তবে আসছে মৌসুম থেকে অংশ নিতে হবে ক্লাবগুলোকে।
কোন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে লাইভ ব্রডকাস্ট করার ব্যাপারে ফেডারেশনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।