বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় উইন্ডো শুরু হবে ৭ এপ্রিল। লিগ শেষ করার প্রত্যাশা ১৫ জুলাইয়ের মধ্যে। পেশাদার লিগ কমিটির সভা শেষে জানিয়েছেন চেয়ারম্যান সালাম মুর্শেদী। লিগের বিরতিতে হবে স্বাধীনতা কাপ। যেখানে অংশ নেবে বাছাইকৃত চারটি নতুন দল। এছাড়াও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট আয়োজন হবে বলেও জানান তিনি।
১৩ জানুয়ারি শুরু হয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। লিগ টেবিলের নেতৃত্ব ধরে রেখেছে বসুন্ধরা কিংস।
পরবর্তী উইন্ডো কবে শুরু হবে। তা নিয়ে আলোচনা করতে ক্লাবগুলোর সাথে বৈঠকে বসে বাফুফে। পেশাদার লিগ কমিটির সদস্যদের সাথে ছিলেন ক্লাব প্রতিনিধিরাও। বছরের শুরুতে দেয়া ক্যালেন্ডার অনুযায়ী লিগের মাঝে প্রায় ৪৫ দিনের বিরতিতে যাওয়ার কথা থাকলেও, কিছুটা সুখবর পাওয়া গেছে। এক মাসের বিরতি দিয়ে আবারো শুরু হবে লিগের দ্বিতীয় উইন্ডো।
এ প্রসঙ্গে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ৭ এপ্রিল আমাদের দ্বিতীয় উইন্ডো শুরু হবে। আমরা আশা করছি ১৫ জুলাইয়ের মধ্যে আমাদের পেশাদার লীগগুলো শেষ হয়ে যাবে।
প্রায় এক মাসের বিরতিতে কি করবে বাফুফে। তারও একটা ফর্দ দিয়েছে ফেডারেশন। মার্চের মধ্যে হবে স্বাধীনতা কাপ। যেখানে নতুন কয়েকটি দল অংশ নিবে প্রিমিয়ার লিগের দলগুলোর বাইরে। পাশাপাশি আরো বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে ফেডারেশন।
তাছাড়া এই সময়ের মাঝে আরো বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন।