ঐতিহাসিক ৭ মার্চ দিবসে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে উপহার দেয়া হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই। মুজিববর্ষ উপলক্ষে নাটোর জেলার দুটি উপজেলার ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর মধ্যে বইটি বিতরণ করা হয়।
রোববার (৭ মার্চ) নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হ্যান্ড স্যানিটাইজারও উপহার দেয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম ও প্রধান আলোচক হিসেবে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন বক্তব্য দেন। পরে তাঁরা সদর ও নলডাঙ্গা উপজেলার ১৮৮টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান ও সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।