হঠাৎ করে উত্তাপ বেড়েছে পেঁয়াজের বাজারে। একদিনে পেঁয়াজের দাম খুচরা বাজারেই কেজিতে বেড়েছে ১০ টাকা। পাইকারি বাজারে বেড়েছে ৯ টাকা।
পাইকারী ব্যবসায়ীরা জানান, ‘মুড়ি কাটা’ পেঁয়াজের সরবারহ শেষ হয়ে আসায় পেঁয়াজের দামের এমন বৃদ্ধি ঘটেছে। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, রোজার মাস এগিয়ে আসার কারণেও পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি।
তারা জানান, রোজার মাস চলাকালীন সময়ে দাম বাড়ানোর অভিযোগ কেউ যেন না করতে পারে তার জন্যই একটু আগে আগেই পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে।
রোববার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৮ টাকা। যা গত শুক্রবারও ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। কিন্তু শনিবার হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন।
রাজধানীর শংকরে বসবাসকারী আলোকচিত্রী যুবাইদ কাদির পেঁয়াজের বাড়তি দামের পেছনের কারণ নিয়ে চিন্তিত। তিনি বলেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়টা খুবই হতাশার। কারণ রোজার মাসকে সামনে রেখেই এমনটা করা হচ্ছে। এর আগেও পেঁয়াজ নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শিথিল আচরণ তাদের এসব করার সাহস যোগাচ্ছে।
গৃহিণী ফারজানা লিয়া বলেন, আমার নতুন সংসারে সবকিছু খুব কঠিন মনে হচ্ছে। দুর্নীতিতে আকণ্ঠ ডুবে যাওয়া কিছু মানুষের জন্য আমাদের মত হাজারো মানুষকে ফল ভোগ করতে হচ্ছে। দেশি পেঁয়াজের বদলে যেসব পেঁয়াজ রয়েছে সেগুলো আমার পরিবারে কেউ পছন্দ করেন না। পেঁয়াজের দাম এত বেশি হওয়ার পেছনে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। রোজার মাসকে সামনে রেখে পৃথিবীর অন্য কোন দেশেই এমন ন্যাক্কারজনক আচরণ করেন ব্যবসায়ীরা তেমনটা জানি না।