দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের লাগাম। সংক্রমণের হার কমার পাশাপাশি কমতে শুরু করেছে মৃতের সংখ্যাও।
দেশটিতে শিথিল করা হয়েছে লকডাউন। খুলে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন ও পর্যটনকেন্দ্র আর সমুদ্রসৈকত।
দীর্ঘদিনের অচলাবস্থা কেটে গিয়ে জনজীবন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায়, ব্যবসা-বাণিজ্য আবারও আগের মতো ভালো হবে বলে প্রত্যাশা বাংলাদেশি ব্যবসায়ীদের।
এদিকে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ ঠেকাতে আগামী শীত মৌসুমের মধ্যেই দক্ষিণ আফ্রিকার সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।