জাপানে ভয়াবহ সুনামিতে ভেসে নিখোঁজ হওয়া এক নারীর দীর্ঘ ১০ বছর পর দেখা মিলেছে। তবে জীবিত ফেরত না আসলেও তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে দেশটির স্থানীয় একটি গণমাধ্যম জানায়, কঙ্কালের ডিএনএর ফরেনসিক রিপোর্টের পরই তাকে চিহ্নিত করে স্বজনরা।
২০১১ সালের ভয়াবহ সুনামিতে নিখোঁজ হন কাজুয়োশি সাসাকির নামে এক ব্যক্তির স্ত্রী মিয়াকো। তার সঙ্গে একটুখানি কথা বলতে প্রায়ই একটি ফোনবুথে যান সাসাকি। কোনো সংযোগ না থাকলেও একান্তেই ফোনে কথা বলেন তিনি। ভালোবেসে বিয়ে করা সঙ্গীকে অজান্তেই খুঁজে ফেরেন সাসাকি।
সাসাকি বুলেন, সুনামির পর থেকে অনেক খুঁজেছি তাকে। কিন্তু কোথাও পাইনি। এখনো যখন কাজ শেষে বাড়ি ফিরি, আকাশের দিকে তাকিয়ে তাকে খুঁজি। হয়তো সেও আমাকে দূর থেকে দেখে।
সাসাকি তার প্রিয়জনকে খুঁজে না পেলেও ১০ বছর পর নাতসুকু ওকুইয়ামা নামে এক নারীকে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। স্থানীয় গণমাধ্যম জানায়, সাগরসৈকতে পাওয়া গেছে ওই নারীর দেহাবশেষ। কঙ্কালের দাঁত ও ডিএনএর ফরেনসিক পরীক্ষা করার পর স্বজনের কাছে তা হস্তান্তর করা হয়েছে।
২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প, সুনামি এবং ফুকুশিমা পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়। ওই ঘটনায় এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন।