নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ডের আট বছর পেরিয়ে গেলেও অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা র্যাব। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে দাবি নিহত ত্বকীর পরিবারের।
২০১৩ সালের ৬ মার্চ সন্ধ্যায় শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীকে। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন ত্বকির বাবা। পরে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে র্যাব। এদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
বর্তমানে সব আসামি জামিনে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।