বাংলাদেশ বিমানের বহরে যোগ হলো আরেকটি নতুন ড্যাশ-এইট' উড়োজাহাজ। প্রধানমন্ত্রীর দেয়া শ্বেতবলাকা' নাম নিয়ে কানাডা থেকে কেনা তৃতীয় ড্যাশ এইট শুক্রবার (০৫ মার্চ) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটি বরণ করে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের জানান, এসব উড়োজাহাজ দিয়ে নতুন অভ্যন্তরীণ গন্তব্যে পাখা মেলার পাশাপাশি স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যেও ফ্লাইট বাড়াতে চায় বিমান। মার্চেই ঢাকা টরেন্টো ফ্লাইট চালুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে শিগগিরই বিমান লাভজনক অবস্থানে পৌঁছাবে বলে জানান বিমানের চেয়ারম্যান।
১০ দিনের ব্যবধানে আরও একটি নতুন ড্যাশ এইট উড়োজাহাজ পেল বাংলাদেশ বিমান। সূর্য ডোবার আগে চারটি দেশ ঘুরে আসা তৃতীয় ড্যাশ এইট শ্বেত বলাকা শুক্রবার বিকেল সাড়ে ৫টায় অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথা অনুসারে পানি ছিটিয়ে বরণ করে নেয়া হয় বহরে সদ্য যোগ দেয়া উড়োজাহাজটিকে।
এর মধ্যে দিয়ে বিমানের বহরে ড্যাশ এইট বেড়ে হলো ৫টি।এতে স্বল্প দূরত্বের উড়োজাহাজের অভাব ঘুচল বিমানের। প্রশস্ত জানালা, এলইডি লাইটসহ ৭৪ আসনের আধুনিক এই উড়োজাহাজে সব ধরনের সুবিধা থাকায় ভ্রমণে স্বস্তি পাবেন যাত্রীরা। এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছার পরে হেপা ফ্ল্টিার প্রযুক্তির মাধ্যমে মাত্র চার মিনিটে ভেতরের জীবাণু ও ব্যাকটেরিয়া মুক্ত করতে সক্ষম কানাডার দি হ্যাভিল্যান্ড নির্মিত এই উড়োজাহাজ।
বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, এই উড়োজাহাজে আধুনিক সব সুবিধা রয়েছে। ফলে যাত্রীরা ভ্রমণে আরাম পাবেন। যাত্রী সেবার মান বাড়বে। সম্ভবত মার্চেই বা কোভিড সংকট কাটলে আমরা টরেন্টোতে ফ্লাইট চালু করবো। টোকিও, চেন্নাই, গুয়াংজুতেও আমরা ফ্লাইট চালাবো। ড্যাশ এইট চেন্নাই, কাঠমান্ডু ও গুয়াংজুর মতো স্বল্প দূরত্বের গন্তব্যে যাবে। চলবে অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে।
এদিকে বহর বড় হওয়ায় নতুন গন্তব্য চালুর মধ্য দিয়ে বিমান খুব দ্রুত লাভের ধারায় ফিরবে বলে প্রত্যাশা বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের।
তিনি বলেন, কোভিডের মধ্যেই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ও বিচক্ষণ সিদ্ধান্তে বিমান বর্তমানে ব্রেক ইভেনে আছে। আমরা ভালোর দিকে যাচ্ছি। আশা করি খুব দ্রুত আমরা লাভজনক অবস্থানে পোঁছাবো।
নতুন ড্যাশ এইট যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজ বেড়ে দাড়ালো ২১টিতে। আগামী ১৪ মার্চ নতুন উড়োজাহাজ শ্বেত বলাকা ও আকাশতরীর যাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।